বাণিজ্য ডেস্ক

  ২৭ আগস্ট, ২০১৮

রাকাবের ১২১ কোটি টাকা বকেয়া ঋণ আদায়

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) জয়পুরহাট জোনাল অফিস ২০১৭-১৮ অর্থবছরে ১৫টি শাখার মাধ্যমে ১২১ কোটি ৫১ লাখ ৩০ হাজার টাকা বকেয়া ঋণ আদায় করতে সক্ষম হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩৩ কোটি টাকা বেশি।

জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে জয়পুরহাট জেলায় রাকাব ৯টি খাতে বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৭ কোটি ৮৪ লাখ টাকা। এর মধ্যে ৩০ জুন পর্যন্ত আদায় করা হয়েছে ১২১ কোটি ৫১ লাখ ৩০ হাজার টাকা। খাত ভিত্তিক ঋণ আদায়ের মধ্যে রয়েছে শস্য খাতে আদায় করা হয়েছে ৩২ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা, পুকুর খনন ও মৎস্য চাষ খাতে আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা, প্রাণিসম্পদ খাতে আদায়ের পরিমাণ হচ্ছে ৪ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার টাকা, সেচ যন্ত্রপাতি খাতে আদায় হয়েছে ৩৫ লাখ ৫৮ হাজার টাকা, কৃষি ভিত্তিক শিল্প খাতে আদায়ের পরিমান হচ্ছে ২ কোটি ২৭ লাখ ১৮ হাজার টাকা, ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তা (এসএমই) খাতে আদায় হচ্ছে ১১ কোটি ২০ লাখ ২৫ হাজার টাকা, ক্যাশ ক্রেডিট বা চলতি মূলধন খাতে ৫৪ কোটি ৩৪ লাখ ৭৪ হাজার টাকা আদায় করা হয়েছে, আর্থসামাজিক খাতে ঋণ আদায়ের মধ্যে রয়েছে ৩ কোটি ৯ লাখ ২৬ হাজার টাকা এবং অন্যান্য খাতে ঋণ আদায়ের পরিমাণ হচ্ছে ৯ কোটি ৮২ লাখ ১৬ হাজার টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close