নিজস্ব প্রতিবেদক

  ২৬ আগস্ট, ২০১৮

ব্যাংক-বীমা পুঁজিবাজার খুলছে আজ

ঈদুল আজহার ছুটি শেষে আজ রোববার খুলছে ব্যাংক-বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয় গত ২২ আগস্ট। এবার মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঈদের ছুটির পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট পাঁচ দিন ছুটি কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীসহ ব্যাংক-বীমার কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে, ঈদের ছুটি শেষে শনিবার থেকে ঢাকামুখী সড়ক, রেল ও নৌপথে ছিল ব্যস্ততা। তবে ঈদ করতে যাওয়া মানুষের পথে পথে যানজট, আর টিকিট নিয়ে যে দুর্ভোগে হয়েছিল এখন অনেকটাই সে চিত্র পাল্টেছে। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে নির্বিঘেœ ঢাকা আসছে মানুষ।

সংশ্লিষ্টরা বলছেন, আজ রোববার অফিস শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকবে। কারণ অনেকেই সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়েছেন। তারা যোগ দেবেন আরো কিছু দিন পরে। তাই কর্মব্যস্ততা, যানজট আর জনজটের নগরীর সেই চিরচেনা রূপ পেতে সময় লাগবে অন্তত আরো এক সপ্তাহ।

এদিকে, অফিস পাড়ার প্রথম দিন চলবে শুধুই আনুষ্ঠানিকতা আর ঈদের শুভেচ্ছা বিনিময়। একইভাবে ব্যাংক পাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হবে না। তবে যথাসময়ে চলু হবে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close