বেনাপোল প্রতিনিধি

  ২৫ জুলাই, ২০১৮

বেনাপোল চেকপোস্টে নতুন বুথ উদ্বোধন

সোনালী ব্যাংক বুথে ভ্রমণকর বাবদ রাজস্ব আয় ৫৭ কোটি টাকা

যশোরের বেনাপোল আন্তজার্তিক চেকপোস্ট দিয়ে গত ২০১৭-১৮ অর্থবছরে ১১ লাখ ৩১ হাজার ৮৫০ জন পাসপোর্টধারী যাত্রী ভারত-বাংলাদেশ যাতায়াত করেছেন। এসব যাত্রীর কাছ থেকে ভ্রমণকর বাবদ রাজস্ব আদায় হয়েছে ৫৬ কোটি ৫৯ লাখ ২৫ হাজার টাকা। সূত্র জানায়, পাসপোর্টযাত্রীদের সেবার মান বৃদ্ধি বাড়াতে এবং এ খাত থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের বিষয়টি মাথায় রেখে গত ২১ জুলাই বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে সোনালী ব্যাংকের পাসপোর্টযাত্রীদের ভ্রমণ করের নতুন বুথ উদ্বোধন করেন ব্যাংকের সিই ও ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এ সময় ব্যাংক, কাস্টমস, বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল সকাল থেকে নতুন বুথ চালু করা হয়েছে। জনবল সংকটের কারণে পাসপোর্টযাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেক সময়। স্থানীয় ব্যবসায়ীসহ পাসপোর্টযাত্রীরা চেকপোস্ট সোনানী ব্যাংক বুথে কাউন্টার সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন। বেনাপোল সীমান্তের জিরো পয়েন্ট থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার হওয়ায় এ পথে যাত্রীদের ভীড় লেগেই থাকে। তার পরেও বিভিন্ন মৌসুমে এ পথে যাত্রীর সংখ্যা বাড়ে অস্বাভাবিক ভাবে। তাছাড়া কম খরচে যাতায়াত সুবিধার ও একটি কারন বলে মনে করেন যাতয়াতকারী পাসপোর্টযাত্রীরা। স্বাভাবিক ভাবে এ পথে প্রতিদিন ৪ থেকে ৫ হাজার যাত্রী যাতয়াত করলেও লম্বা ছুটি, ঈদ বা পুজার সময় তা বেড়ে হয় দ্বিগুণেরও বেশি। েেকউ বা ডাক্তার দেখাতে, কেউবা আত্মীয়স্বজনদের সাথে দেখা করতে কেউ বা ভ্রমণ উদ্দেশ্যে আবার কেউবা মালামাল কিনতে এ পথে ভারত যেয়ে থাকেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist