নিজস্ব প্রতিবেদক

  ১৯ জুলাই, ২০১৮

তিন সমুদ্রবন্দরের সেবার মান উন্নয়নে গুরুত্বারোপ

দেশের ব্যবসা-বাণিজ্যকে আরো গতিশীল ও ফলপ্রসূ করার ক্ষেত্রে চট্টগ্রামসহ দেশের তিনটি সমুদ্রবন্দরে সেবার মান উন্নয়নে গুরুত্ব দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গতকাল নৌপরিবহন মন্ত্রণালয় (মেরিটাইম পোর্ট) সম্পর্কিত এফবিসিসিআইয়ের স্থায়ী কমিটির এক সভায় বক্তারা এই গুরুত্বারোপ করেন। সভায় ব্যবসায়ী নেতারা কনটেইনার হ্যান্ডলিং পরিস্থিতির উন্নয়ন, জেটি নির্মাণসহ চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবায় সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন।

এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, পরিচালক নিজামুদ্দিন রাজেশ, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু ও হাফেজ হারুণ সভায় বক্তব্য রাখেন। এছাড়া কমিটির কো-চেয়ারম্যান আহসানুল হক চৌধুরী, মাহবুব চৌধুরী, ক্যাপ্টেন শাহেদ চৌধুরী ও শামসুজ্জামান রাসেলসহ কমিটির সদস্যরা আলোচনায় অংশ নেন।

বক্তারা বলেন, এফবিসিসিআই ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সম্মিলিত উদ্যোগ নেওয়ায় কয়েক মাসে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট পরিস্থিতি সহজ হয়ে এসেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist