নিজস্ব প্রতিবেদক

  ১১ জুলাই, ২০১৮

‘সিঙ্গাপুরের কাছে আরো বেশি বিনিয়োগ প্রত্যাশা করি’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সিঙ্গাপুরের জন্য বাংলাদেশে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। এজন্য খাতটিতে প্রচুর বিনিয়োগ দরকার। চায়নার বিনিয়োগকারীরা এখন প্রতিনিয়ত আমাদের দরজায় নক করেন। দেশের জ্বালানি খাতে সিঙ্গাপুর বেশ কিছু বিনিয়োগ করেছে। সিঙ্গাপুরের কাছ থেকে আমরা আরো বেশি বিনিয়োগ প্রত্যাশা করি। গতকাল রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরাম’ এর অনুষ্ঠানে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন (এসবিএফ) যৌথভাবে এই সভার আয়োজন করে। সভা আয়োজনে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)। প্রতিমন্ত্রী বলেন, সিরাজগঞ্জ ৪১৪, এলএনজি টার্মিনাল, ১৪০০ হাজার মেগাওয়াটের কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি সরবরাহে সিঙ্গাপুর বিনিয়োগ করেছে। তাদের কাছ থেকে অটোমেশন, ডিজিটাল পেমেন্ট, আইসিটি ও উদ্ভাবনী খাতে বাংলাদেশ বিনিয়োগ প্রত্যাশা করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist