নিজস্ব প্রতিবেকদক

  ০৯ জুলাই, ২০১৮

কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি বড় সমস্যা : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারি-বেসরকারি বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যে হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, সেই পরিমাণ কর্মসংস্থান হচ্ছে না। আর কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি বাংলাদেশের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই বিষয়টিকে সমস্যা হিসেবে চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। গতকাল রাজধানীর একটি হোটেলে কানাডার হাই কমিশনের আয়োজনে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশে একটা বড় ধরণের সমস্যা হয়ে যাচ্ছে (জবলেস গ্রোথ) কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি। আমাদের কাছে ধাঁধার মতো মনে হচ্ছে। কারণ কৃষি কাজ বা অন্যান্য সময়ে কাজের জন্য লোক পাওয়া যাচ্ছে না। তার মানে হচ্ছে সবাই ব্যস্ত আছেন। অন্যদিকে পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেখছি , কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি হয়েছে; বেকারের সংখ্যা বেড়ে গেছে। মুহিত বলেন, এবারে বাজেটে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থবছরের একদম শুরু থেকে অর্থাৎ জুলাই থেকে কাজ শুরু করার অধিকার প্রকল্প পরিচালকের হাতে চলে গেছে। প্রকল্প পরিচালকরা এখন থেকে আগের বছরের ধারাবাহিকতায় নতুন বছরের কাজ শুরু করবেন। আমরা যখন ২০০৯ সালে শুরু করেছিলাম তখন বাজেট বাস্তবায়ন ছিল ৯২ শতাংশের মতো। এটা ৮০ শতাংশের নীচে নেমে আসে। তবে সদ্য বিদায়ী অর্থবছরে বাজেট বাস্তবায়নের হার বেড়েছে। এটার হিসাব পাওয়ার পর বুঝা যাবে কতটা বেড়েছে। বিশেষ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ৯৩ শতাংশের মতো বাস্তবায়ন হয়েছে; এটা খুবই অসাধারণ অর্জন বলে মন্তব্য করেন তিনি। অন্য এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকারি চাকুরিতে নিয়োগ প্রাপ্তদের ৭৫ শতাংশই মেধার ভিত্তিতে নির্বাচিত হচ্ছে। কারণ বেশিরভাগ সময় কোটা থেকে লোক পাওয়া যায় না। তখন মেধা তালিকা থেকেই নিয়োগ দেওয়া হয় বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist