নিজস্ব প্রতিবেদক

  ০৮ জুলাই, ২০১৮

বৈদ্যুতিক ফ্যান তৈরি করবে এটলাস

এক সময়ে জনপ্রিয় সরকারি ব্র্যান্ড ‘মিল্লাত’ ফ্যানের অনুরূপ নিজস্ব ব্র্যান্ডের বৈদ্যুতিক ফ্যান তৈরি করবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি খুব শিগগিরই প্রকল্প হাতে নেবে। রাষ্ট্রায়ত্ত কারখানায় পণ্য বৈচিত্র্যকরণ উদ্যোগের অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। গত বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (বিএসইসি) আওতাধীন প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেডের ‘থ্রি-এস’ সেন্টার উদ্বোধনকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন। বিএসইসির চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প সচিব মোহাম্মদ আবদুল্লাহ। এতে এটলাস বাংলাদেশ লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আ ন ম কামরুল ইসলাম বক্তব্য রাখেন।

মিল্লাত ফ্যানের অনুরূপ ফ্যান তৈরির প্রস্তাবকে একটি সৃজনশীল উদ্যোগ হিসেবে আখ্যায়িত করে শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার এ ধরনের পণ্য বৈচিত্র্যকরণের উদ্যোগের প্রতি অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তের ফলে দেশের বিদ্যুৎ খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে। দেশে বর্তমানে বিদ্যুতের উৎপাদন ১৬ হাজার ৪৬ মেগাওয়াট। ২০২১ সালের মধ্যে এটি ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত হবে। এর ফলে দিন দিন বৈদ্যুতিক ফ্যানের চাহিদা বাড়ছে। এটলাসের নিজস্ব ব্র্যান্ডের ফ্যান তৈরির প্রকল্প বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয় প্রয়োজনীয় নীতি সহায়তা দেবে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য ও সেবার মান বেসরকারি খাতের সঙ্গে ভারসাম্যপূর্ণ করতে শিল্প মন্ত্রণালয় কাজ করছে। অতীতে বিভিন্ন সময় গোষ্ঠীগত স্বার্থে সরকারি কারখানা পানির দরে বিক্রি করা হয়েছে। ফলে জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমান সরকার এসব কারখানা রাষ্ট্রীয় মালিকানায় ফিরিয়ে এনে উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি। তিনি এটলাসের ‘থ্রি-এস’ সেন্টারের সেবার মান অক্ষুণœ রেখে একে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সব কমকর্তা-কর্মচারীদের পরামর্শ দেন। পরে মন্ত্রী এটলাস বাংলাদেশ লিমিটেডের থ্রি-এস সেন্টার উদ্বোধন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist