বাণিজ্য ডেস্ক

  ২৫ জুন, ২০১৮

দর বাড়ার শীর্ষে লংকাবাংলা ফিন্যান্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯.৯২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গতকাল রোববার শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৬০৪ বারে ৩৭ লাখ ৮২ হাজারটি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৫৫ লাখ টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ। গতকাল কোম্পানিটি সর্বশেষ ১২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩৩৯ বারে ৫ লাখ ১৮ হাজার ৫১৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬২ কোটি ২৪ লাখ টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে আরএসআরএম স্টিল, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম টেক্সটাইল, ইসলামিক ফিন্যান্স, জিকিউ বলপেন, ফ্যাস ফিন্যান্স, জিএসপি ফিন্যান্স ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist