নিজস্ব প্রতিবেদক

  ২৪ জুন, ২০১৮

দুই মাস ঝুলে আছে সিএজির নিয়োগ

কম্পট্রোলার অডিটর জেনারেল (সিএজি) মাসুদ আহমেদ অবসের যান এপ্রিল মাসের ২৭ তারিখ। তার পর থেকে ‘সাংবিধানিক’ এ পদটি শূন্য রয়েছে। গতকাল পর্যন্ত এ পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। অথচ, সিএজি পদে নিয়োগের প্রস্তাব প্রায় দুই মাস ধরে ঝুলে রয়েছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায় নতুন সিএজি হিসেবে দু‘জনের নাম প্রস্তাব করা হয়। তারা হলেন: অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম এবং অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। অর্থমন্ত্রণালয থেকে এই দুজনের নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয় এক মাস আগে। তার পর থেকে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। নিয়ম অনুযায়ী, অর্থমন্ত্রীর পরামর্শে সিএজি নিয়োগ দেয় সরকার। প্রধানমন্ত্রীর অনুমোদন দেওয়ার পর তা গেজেট প্রকাশের জন্য রাষ্ট্রপ্রতির সম্মতি লাগে। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গেজেট প্রকাশের পর অর্থমন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে নিয়োগ কার্যকর করে। কাজী শফিকুল আযম ১৯৮২ ব্যাচের বিসিএস অডিট এন্ড অ্যাকাউন্টস ক্যাডারের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি ওই ক্যাডারের সবচেয়ে সিনিয়র কর্মকর্তা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist