নিজস্ব প্রতিবেদক

  ১২ জুন, ২০১৮

বিড়ির ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবি

২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ফিল্টার বিড়ির ওপর ২৫ শতাংশ কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে এই শিল্প ধ্বংস হওয়ার আশঙ্কা করছেন বিড়ি শ্রমিক ও মালিকরা। তাই এই প্রস্তাবিত কর প্রত্যাহারের জোরালো দাবি জানিয়েছেন বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির নেতারা।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংগঠনটির সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনটির সভাপতি বিজয় কৃষ্ণ দেবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নাদের হোসেন, আকিজ বিড়ির মহাব্যবস্থাপক কাজী আনোয়ারুল ইসলাম, সংগঠনটির সমন্বয়কারী আলী সাদাত খান মজলিস, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সামসুল হক, আতাউর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিড়ির ওপর কর বসাতে চাননি। একটি বিদেশি কোম্পানি ও জাতীয় রাজস্ব বোর্ড যোগসাজশ করে ফিল্টার বিড়ির ওপর ২৫ শতাংশ কর বসিয়েছে। এবারের বাজেট চূড়ান্ত হওয়ার আগে এই কর প্রত্যাহার করতে হবে। গত অর্থবছরে বিড়ি শিল্পের ওপর শতভাগ কর বাড়ানো হয়েছিল। তখন প্রতি হাজারে রাজস্ব ৩৩৬ টাকা থেকে ৪২০ টাকায় পরিণত হয়েছে। এই ঘানি টানতে না টানতেই এই বাজেটে বিড়ির মূল্য ১২ টাকা থেকে ১৫ টাকায় উন্নীত করেছে। অথচ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আমাদের আশ্বস্ত করেছিলেন।

সিগারেটের মূল্যের ওপর কর বাড়ানো হয়নি উল্লেখ করে বক্তারা আরো বলেন, কম দামি সিগারেটের মূল্য প্রস্তাবিত বাজেটে ৩ টাকা কমানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist