নিজস্ব প্রতিবেদক

  ০৪ জুন, ২০১৮

মেট্রোরেলের শেষ প্যাকেজ

৪ হাজার ৯৩০ কোটি টাকার চুক্তি

মেট্রোরেল রুট নির্মাণে এমআরটি লাইন-৬ এর আওতাধীন সর্বশেষ প্যাকেজ বাস্তবায়নে ৪ হাজার ৯৩০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর হয়েছে।

গত রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলন্ত সিঁড়ি ও স্বয়ংক্রিয় ভাড়াসহ প্যাকেজ-৭ বাস্তবায়নের চুক্তিতে স্বাক্ষর করেন জাপান ও ভারতের যৌথ মালিকানাধীন কোম্পানি মারুবেননি ও এলঅ্যান্ডটির (লেজার্স অ্যান্ড টার্বো) প্রধান নির্বাহী রাজীব জয়তী ও ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। এই প্রকল্প ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল সিস্টেম সরবরাহ ও নির্মাণ কাজের সহযোগিতা করবে। এর আওতায় চলন্ত সিঁড়ি, রেলওয়ে ট্র্যাক ও স্বয়ংক্রিয় ভাড়া আদায় ব্যবস্থাপনা, বৈদ্যুতিক সাবস্টেশন ও ট্রেনের বিদ্যুৎ সরবরাহ, টেলিকমিউনেশন সিস্টেম, প্লাটফর্ম স্ক্রিন ডোর স্থাপন, স্টেশন ও ড্রপ এলাকায় লিফট ও চলন্ত সিঁড়ির কাজ হবে। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম বলেন, প্রকল্পের এই প্যাকেজে ৪ হাজার ৯৩০ কোটি ১৩ লাখ ৬ হাজার ৮০০ টাকা ব্যয় হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, প্রকল্পের পরিচালক আফতাব উদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন। এর আগে এমআরটি লাইন-৬ এর প্যাকেজ-৫ ও প্যাকেজ-৬ এবং প্যাকেজ-৮ এর চুক্তি স্বাক্ষরিত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist