নিজস্ব প্রতিবেদক

  ০৩ জুন, ২০১৮

বিদায়ী সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে ৬০ কোটি টাকা লেনদেন

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৭২ লাখ ৯ হাজার ৩০১টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে; যার আর্থিক মূল্য ৬০ কোটি ১০ লাখ টাকা। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে এনসিসি ব্যাংক লিমিটেডের। এই কোম্পানির ২৮ কোটি ৮১ লাখ শেয়ার লেনদেন হয়েছে; যার আর্থিক মূল্য ৪ কোটি ৯৮ লাখ টাকা। ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড (বিবিএস)। কোম্পানিটির ১২ লাখ ৪৪ হাজার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩ কোটি ৭০ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা সামিট পাওয়ারের ১০ লাখ শেয়ার লেনদেন করেছে; যার আর্থিক মূল্য ৩ কোটি ৬১ লাখ টাকা। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, কুইন সাউথ টেক্সটাইল, বিএটিবিসি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, লিন্ডে বিডি, সিঙ্গার বিডি, স্টাইল ক্রাফট, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল ও শাশা ডেনিমস লিমিটেড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist