reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০১৮

এসবিএসি ব্যাংকের ডিএমডি মোহাম্মদ সেলিম ও মামুনুর রশিদ

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন মোহাম্মদ সেলিম চৌধুরী ও মো. মামুনুর রশিদ মোল্লা। গতকাল এসবিএসি ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুইজনই পদোন্নতি পেয়ে ডিএমডি হয়েছেন। এর আগে তারা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্যাংকের আগ্রাবাদ শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন। এসবিএসি ব্যাংকে যোগদানের আগে তিনি প্রিমিয়ার ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক ছিলেন। মোহাম্মদ সেলিম ১৯৮৭ সালে অফিসার হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ তিন দশকের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি এনসিসি ও প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বিশেষ করে এ সময় তিনি ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টে অত্যন্ত দক্ষতার পরিচয় দেন। তিনি বিবিটিএ ও বিআইবিএম থেকে বৈদেশিক মুদ্রা লেনদেন ও অন্যান্য ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া তিনি হংকং ও মালয়েশিয়ায় অর্থনীতি এবং ব্যাংকিং বিষয়ক বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নেন। মোহাম্মদ সেলিম চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিকম (অনার্স) ও এমকম (অ্যাকাউন্টিং) ডিগ্রি লাভ করেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার উরখিরচর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist