দিনাজপুর প্রতিনিধি

  ২২ মে, ২০১৮

চীনা শ্রমিক দিয়ে বড়পুকুরিয়ায় কয়লা উৎপাদন শুরু

শ্রমিকদের লাগাতার কর্মবিরতির কারণে ৮ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিক দিয়ে গতকাল থেকে উত্তোলন শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আপাতত প্রতিদিন এক শিফটে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের বলেন, চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়াম’ গতকাল সকাল থেকে তাদের নিজস্ব শ্রমিক দিয়ে আবার উত্তোলন শুরু করেছে। আপাতত প্রতিদিন এক শিফটে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত হয়েছে। এদিকে খনির শ্রমিক ও কর্মচারীরা গতকাল সোমবার নবম দিনের মতো তাদের কর্মবিরতি অব্যাহত রেখেছে বলে জানান হাবিব। জানা যায়, খনির ১ হাজার ৪১ জন বাংলাদেশি শ্রমিক ১৩ দফা দাবিতে গত ১৩ মে কর্মবিরতি শুরু করলে খনি থেকে কয়লা তোলার কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। সব শ্রমিককে নিয়োগপত্র দেওয়া, প্রতি বছর ৪০ শতাংশ দক্ষ শ্রমিক নিয়োগ, সব শ্রমিককে গ্র্যাচুইটি দেওয়া, খনির ভেতরে যারা কাজ করেন, তাদের কর্মঘণ্টা সর্বোচ্চ ৬ ঘণ্টায় বেঁধে দেওয়া, খনির কারণে ক্ষতিগ্রস্ত ২০টি গ্রামের বাড়িঘরের বিষয়ে দ্রুত স্থায়ী সমাধান এবং ক্ষতিগ্রস্ত এলাকার প্রত্যেক পরিবার থেকে খনিতে চাকরি দেওয়ার দাবি রয়েছে তাদের ১৩ দফার মধ্যে। প্রসঙ্গত, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়াম ২০০৫ সালের সেপ্টেম্বরে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা উত্তোলন শুরু করে। সে সময় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, এই খনিতে ৩৯০ মিলিয়ন মেট্রিক টন বিটুমিনাস কয়লার মজুদ রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist