নিজস্ব প্রতিবেদক

  ২১ মে, ২০১৮

বিলেট আমদানিতে বিদ্যমান শুল্ক বহাল রাখার দাবি

স্থানীয় শিল্পকে রক্ষা করতে এম এস পণ্যের (রডের) কাঁচামাল যেমন বিলেট আমদানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক হার আসন্ন বাজেটে বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ অটো রিরোলিং অ্যান্ড স্টিল মিলস্ অ্যাসোসিয়েশন (বিএআরএসএমএ) এবং বাংলাদেশ স্টিল মিলস্ ওনার্স অ্যাসোসিয়েশন (বিএসএমওএ)।

গতকাল রাজধানীর মতিঝিল ফেডারেশন ভবনে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) নেতাদের সঙ্গে এই দুই অ্যাসোসিয়েশনের নেতারা মতবিনিময় সভায় এ আহ্বান জানায়। এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এফবিসিসিআইয়ের বাজেট ও শুল্ক বিষয়ক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্টিল মিল অ্যাসোসিয়েশন নেতারা বলেন, যেহেতু বাংলাদেশ এখন বিলেট উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ তাই এ পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক কমানো হলে স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া এ সুযোগে দেশে নিম্নমানের বিলেট আমদানির সম্ভাবনা রয়েছে বলে অ্যাসোসিয়েশন নেতারা উল্লেখ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist