reporterঅনলাইন ডেস্ক
  ১৭ মে, ২০১৮

ভারতের সিএসআইআরের সঙ্গে বিসিএসআইআরের চুক্তি

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ও ভারতের দি কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) মধ্যে ওয়ার্কিং প্রোগ্রাম অব সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন বিষয়ক একটি যৌথ গবেষণা চুক্তি সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার বিসিএসআইআরের কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন সিএসআইআরের মহাপরিচালক এ চক্রবর্তী, প্রফেসর ড. সুনীল কুমার সিং, সুমিতা সরকার ও বাংলাদেশের পক্ষে বিসিএসআইআরের চেয়ারম্যান মো. ফারুক আহমেদসহ পরিষদের সদস্য, পরিচালক এবং সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। যৌথ গবেষণার বিষয়/সহযোগিতাগুলো হলো- এক্সেচেঞ্জ অব সাইন্টিস/রিসার্চার এবং টেকনিশিয়ান, টেকনোলজি পার্টনারশিপ/টেকনোলজি ট্রান্সফার ও স্পেশালাইজড ট্রেনিং ইত্যাদি। এছাড়া বায়োলজিক্যাল সায়েন্স, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওয়াটার/ এনভায়রনমেন্ট টেকনোলজি ও ফুয়েল, মাইনিং, মিনারেলজি এবং মেটালার্জিতে যৌথ গবেষণার আগ্রহ ব্যক্ত করা হয়েছে। বিসিএসআইআরের পক্ষে ৩ বছর মেয়াদি চুক্তিপত্রটি স্বাক্ষর করেন বিসিএসআইআর সচিব মো. খলিলুর রহমান ও সিএসআইআরের পরিচালক প্রফেসর ড. সুনীল সিং। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist