reporterঅনলাইন ডেস্ক
  ১৭ মে, ২০১৮

বিটাকের টুল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প

ম্যানুফ্যাকচারিং বা লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প হচ্ছে শিল্পায়নের মূল ভিত্তি। ধোলাইখালসহ বাংলাদেশের বিদ্যমান লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর বর্তমানে পুরনো টেকনোলজি অনুযায়ী কাজ করছে বলে এর কোয়ালিটি এবং উৎপাদনশীলতা আন্তর্জাতিক মানের নয়। ফলে স্থানীয় বাজারসহ আন্তর্জাতিক বাজারে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এর সুফল পাওয়া যাচ্ছে না। পাশাপাশি স্থানীয়ভাবে লাইট ইঞ্জিনিয়ারিংয়ের বেজ না থাকাতে বিদেশি বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে। এই সেক্টরকে উন্নত করতে হলে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল (সিএনসি) মেশিন ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে কারিগরি সহায়তা প্রয়োজন। এরই মধ্যে কোনো কোনো স্থানীয় উদ্যোক্তা সিএনসি মেশিন আমদানি করে ম্যানুফ্যাকচারিং কাজ করার চেষ্টা করলেও বেশিরভাগ ক্ষেত্রে তাদের উচ্চ বেতনে ভারত অথবা চীন থেকে অপারেটর হায়ার করতে হচ্ছে এবং রক্ষণাবেক্ষণের জন্য বিদেশ থেকে এক্সপার্ট হায়ার করতে হচ্ছে। ফলে সিএনসি মেশিনের মাধ্যমে হাইটেক টেকনোলজি ব্যবহার ইকোনোমিক্যালি ফিজিবল হচ্ছে না। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই সেক্টরকে উন্নত করতে হলে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল (সিএনসি) মেশিনের টেকনোলজি প্রর্বতনসহ কোয়ালিটি নিশ্চিত করার জন্য আধুনিক টেস্টিং ফ্যাসিলিটি এবং এসএমই উদ্যোক্তাদের জন্য কমন ফ্যাসিলিটি হিসেবে অত্যাধুনিক উচ্চমূল্যের ম্যানুফ্যাকচারিং মেশিন সুবিধা প্রদান করার জন্য এই প্রকল্প প্রণয়ন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে সিএনসি মেশিনের জন্য দক্ষ ডিজাইন প্রকৌশলী, অপারেটর এবং মেইনটেন্যান্স প্রকৌশলী স্থানীয়ভাবে প্রশিক্ষিত হবে যাদের মাধ্যমে সার্বজনীনভাবে সিএনসি টেকনোলজি প্রবর্তনের জন্য প্রয়োজনীয় লোকবলের চাহিদা পূরণ হবে পাশাপাশি উচ্চ বেতনে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে তাদের কর্মসংস্থান হবে। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর তাদেও প্রোডাক্ট কোয়ালিটি উন্নত করার জন্য ম্যাটেরিয়্যালের গুণাগুণ যেমনÑ কম্পোজিশন টেস্ট, টেন্সাইল টেস্ট, ম্যাটেরিয়্যাল স্ট্রাকচার স্টাডিসহ প্রয়োজনীয় সব টেস্ট করে বিশেষজ্ঞ মতামত নিয়ে আন্তর্জাতিক মানের প্রোডাক্ট তৈরি করতে পারবে। রফতানির ক্ষেত্রে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য এই প্রকল্পের আন্তর্জাতিক মানের টেস্টিং ফ্যাসিলিটি এবং বিশেষজ্ঞ সেবা অগ্রণী ভূমিকা পালন করবে। তাছাড়া অত্যাধুনিক এবং উচ্চ মূল্যের কমন ফ্যাসিলিটি স্থানীয় এসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে কাজ করবে বিধায় বুয়েটসহ বিভিন্ন কারিগরি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা বিদেশে গমন না করে উদ্যোক্তা হওয়ার জন্য আকৃষ্ট হবেন। এক্ষেত্রে ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় স্থানীয় ও রফতানি কাজ সংগ্রহ এবং সহজ শর্তে ব্যাংক লোন প্রাপ্তি সহজতর হবে যার ফলে উদ্যোক্তা তৈরির জন্য আকর্ষণীয় সুযোগ সৃষ্টি হবে। উচ্চ প্রযুক্তির নতুন নতুন উদ্যোক্তা তৈরির ফলে ব্যাকওয়াড লিংকেজে সাব কন্ট্রাকটিংয়ের মাধ্যমে ধোলাই খালের মতো আরো অনেক ছোট ছোট ওয়ার্কশপ তৈরির মাধ্যমে কারিগরি বিষয়ে ব্যাপক লোকবলের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এই প্রকল্পের আওতায় একটি ১০তলা বিশিষ্ট টুল ভবন রয়েছে। এই ভবনে আন্তর্জাতিক মানের মেশিন ওয়ার্কশপ, ক্লাস রুম, সেমিনার হল, লাইব্রেরি, ডাইনিং, কমন রুম, সাধারণ হোস্টেল, আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য হোস্টেল এবং রুফ টপে থ্রিস্টার রেস্টুরেন্টসহ যাবতীয় আন্তর্জাতিক মানের সুবিধাসহ ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ের একটি স্বয়ংসম্পূর্ণ ইনস্টিটিউট হবে। এই ইনস্টিটিউটের মাধ্যমে লাইট ইঞ্জিনিয়ারিং উন্নয়নে যাবতীয় সেবা ছাড়াও বুয়েটসহ বিভিন্ন কারিগরি বিশ্ববিদ্যালয়, ইউএন, ইইউ, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, এডিবিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় এবং যৌথভাবে সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়ামসহ গবেষণা কাজ করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist