নিজস্ব প্রতিবেদক

  ০৯ মে, ২০১৮

করদাতার সংখ্যা বাড়িয়ে রাজস্ব আয় বাড়াতে চায় এনবিআর

আসছে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে কর হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়য়ে রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ থাকবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া।

গতকাল রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত মধ্যহ্নভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যামচেম সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগঠনের সহ-সভাপতি শাদাব আহম্মেদ খান বক্তব্যে রাখেন।

মোশাররফ হোসেন ভূইয়া বলেন, ব্যবসায়ীদের রাজস্ব প্রণোদনা দিলে সরকারের আয় কমে যায়। একদিকে প্রণোদনা, অপরদিকে সরকারের রাজস্ব আয়-দুইটি বৈপরীত্যমূলক বিষয়। এরপরও এবার আমরা পরিকল্পনা করছি রাজস্ব প্রণোদনা দিলে বিনিয়োগ বাড়বে, নতুন কর্মসংস্থান তৈরি হবে, রফতানি সম্প্রসারিত হবে, সামগ্রিক ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়ন গতিশীল হবে। এতে কর জাল বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আয় বাড়বে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশকে চূড়ান্ত পর্যায়ে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। শিল্পায়ন জোরদার করতে হবে। এজন্য আমরা বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করছি। আগামী বাজেটে এসব বিষয়ে ইতিবাচক পদক্ষেপ থাকবে বলে ইঙ্গিত দেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist