নিজস্ব প্রতিবেদক

  ০৮ মে, ২০১৮

ওমান থেকে এলএনজি আমদানি

কাতারের পর এবার ওমান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছে সরকার। দেশটি থেকে বছরে ১০ লাখ টন এলএনজি আনা হবে। আগামী জুলাই থেকে এ আমদানি প্রক্রিয়া শুরু করা হবে। এর ফলে চট্টগ্রাম ও অন্যান্য জায়গায় গ্যাসের যে চাহিদা রয়েছে তা অনেকটা কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কারওয়ান বাজারে পেট্রো সেন্টারে গত রোববার রাতে পেট্রোবাংলা ও ওমান ট্রেডিং ইন্টারন্যাশনালের (ওটিআই) মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়। চুক্তিতে সই করেন পেট্রোবাংলার সচিব সৈয়দ আশফাকুজ্জামান ও ওটিআইর মাহির আল জাদঝালি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জ্বালানি সচিব নাজিমউদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়জুল্লাহ। চুক্তি অনুযায়ী, ১০ বছর মেয়াদে এলএনজি সরবরাহ করবে ওমানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওটিআই। মহেশখালীতে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির টার্মিনাল চালু হওয়া সাপেক্ষে বছরে ৫ লাখ টন এবং সামিটের টার্মিনাল চালু হওয়া সাপেক্ষে আরো ৫ লাখ টন এলএনজি বাংলাদেশে বিক্রি করবে ওটিআই। এর আগে কাতারের এলএনজি সরবরাহকারী কোম্পানি রাস গ্যাসের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, কাতার থেকে প্রতি বছর ২৮ লাখ টন করে এলএনজি বাংলাদেশে সরবরাহ করবে; যা এরই মধ্যে চট্টগ্রাম বন্দর জেটি থেকে ৯৭ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মহেশখালী অংশে নোঙর করা শুরু করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist