নিজস্ব প্রতিবেদক

  ০৩ মে, ২০১৮

ডিসিসিআই এগ্রোটেক এক্সপো শুরু আজ

বাংলাদেশের কৃষি খাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ডিসিসিআই এগ্রোটেক এক্সপো ২০১৮ আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ইউএসএইডের এভিসি প্রজেক্টের সহায়তায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এই এক্সপো বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার হল-১ অনুষ্ঠিত হবে। ডিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়েছে।

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ডিসিসিআই সূত্র জানায়, আয়োজিত এই মেলায় স্থানীয় কৃষি উদ্যোক্তা, কৃষিজাত পণ্য উৎপাদনকারী, আমদানিকারক, রফতানিকারক, আর্থিক প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণে সহায়তাকারী প্রতিষ্ঠান, আধুনিক কৃষিজ যন্ত্রপাতি তৈরিকারকসহ কৃষি প্রযুক্তিবিদরা অংশগ্রহণ করবেন। কৃষি যন্ত্রপাতি, কৃষিজ পণ্য, হালাল খাদ্য, কৃষি পণ্য উৎপাদনকারী, রফতানিকারক, আমদানিকারক, কৃষি উপকরণসহ কৃষি খাতের সঙ্গে জড়িত উদ্যোক্তাদের মিলন মেলায় পরিণত হবে এগ্রোটেক-২০১৮। ঢাকা চেম্বার মনে করে, এ ধরনের প্রদর্শনী আয়োজনের মাধ্যমে বাংলাদেশের কৃষি খাতের সম্প্রসারণ আরো বেগবান হবে। এ মেলার মাধ্যমে উৎপাদনকারী থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে সব অংশগ্রহণকারীকে একই ছাদের নিচে ব্যবসায়িক সংযোগ স্থাপনে সহায়তা করবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা হতে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় অংশগ্রহণকারী স্টল পর্যবেক্ষণ ও উদ্যোক্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist