নিজস্ব প্রতিবেদক

  ৩০ এপ্রিল, ২০১৮

শ্রমিক কল্যাণ তহবিলে ওয়ালটনের ৫ কোটি টাকা

সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে কোম্পানির গত বছরের লভ্যাংশের প্রায় ৫ কোটি টাকা জমা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্সেস প্রস্তুত এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। সম্প্রতি সচিবালয়ে ওয়ালটন গ্রুপের একটি প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের হাতে লভ্যাংশের ৪ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার ৪৬১ টাকার চেক তুলে দেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল উপস্থিত ছিলেন। ওয়ালটন গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী পরিচালক মো. এমদাদুল হক সরকার, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, নির্বাহী পরিচালক আবুল বাশার হাওলাদার, নির্বাহী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম, নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর আলম সরকার, নির্বাহী পরিচালক এস এম শাহাদাত আলম (অব.), অ্যাডিশনাল অপারেটিভ ডাইরেক্টর মো. হাবিবুর রহমান এবং শ্রমিক প্রতিনিধি হিসেবে স্পেশ্যাল টেকনিশিয়ান মো. জাহাঙ্গীর হোসেন ও স্পেশ্যাল অপারেটর উজ্জ্বল সরকার। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, বাংলাদেশ শ্রম আইন মেনে ওয়ালটন গ্রুপ শ্রমিকদের কল্যাণে প্রতি বছর লভ্যাংশের নির্দিষ্ট পরিমাণ অর্থ সরকারের এই তহবিলে জমা দিয়ে শ্রমিকবান্ধব প্রতিষ্ঠানের দৃষ্টান্ত স্থাপন করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist