নিজস্ব প্রতিবেদক

  ২৯ এপ্রিল, ২০১৮

সাড়ে ৫ লাখ নতুন করদাতা সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন

চলতি ২০১৭-১৮ অর্থবছরে কর জালের আওতায় ৫ লাখ ২৬ হাজার নতুন করদাতা সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের দশ মাসেই এই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দুই মাস বাকি থাকতেই চলতি অর্থবছরের নতুন করদাতা সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। ৫ লাখ ২৬ হাজার নতুন করদাতা সংগ্রহের বিপরীতে গত বৃস্পতিবার পর্যন্ত ৫ লাখ ৩৮ হাজার ৯১১ জন করদাতা খুঁজে পাওয়া গেছে।

এ বিষয়ে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে নতুন করদাতা সংগ্রহের কার্যক্রম বন্ধ রাখা হবে না। বরং এই কার্যক্রম আরো বেগবান করার উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ করজালে যত নতুন করদাতা যুক্ত হবে, রাজস্ব আয় তত বাড়বে। সেই লক্ষ্যকে সামনে রেখে বাকি দুই মাসে আরো অন্তত এক লাখ নতুন করদাতা খুঁজে বের করা হবে। নতুন করদাতা শনাক্তকরণে বাইরের জরিপের পাশাপাশি অভ্যন্তরীণ জরিপ পরিচালনার নির্দেশনা দিয়ে বিভিন্ন করাঞ্চলে চিঠি পাঠিয়েছে এনবিআর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist