নিজস্ব প্রতিবেদক

  ২৬ এপ্রিল, ২০১৮

আইটি-শিক্ষা নিয়ে কাজ করতে চায় ভারত

বাংলাদেশের সঙ্গে চিকিৎসাসেবা, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও ব্যাংকিংখাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ভারতীয় উদ্যোক্তারা। তারা বাংলাদেশের সাথে যৌথ চিকিৎসা সেবা এবং এদেশের শিক্ষা খাতে প্রযুক্তিগত সহায়তা প্রদানেরঅ াগ্রহ দেখিয়েছেন। এফবিসিসিআই (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অবকমার্স এন্ড ইন্ডাস্ট্রি) নেতৃবৃন্দের সাথে ভারতের বেঙ্গল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সফররত ১৮ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধিদলের সভায় গতকাল বেঙ্গল চেম্বার নেতৃবৃন্দ এসব আলোচনা করেন।

এফবিসিসিআই সভাপতি মো: শফিউল ইসলামের (মহিউদ্দিন) সভাপতিত্বে এফবিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনায় উপস্থিত ছিলেন বেঙ্গল চেম্বার অব কমার্সের সভাপতি চন্দ্র শেখর ঘোষ। এফবিসিসিআইসিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম অনুষ্ঠানে মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন। এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বর্তমানে এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। যেহেতু বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত অগ্রসরমান অর্থনীতির একটি দেশ হিসেবে এখন বিশ্বস্বীকৃত, এবং সম্প্রতি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে অভিযাত্রার যোগ্যতা অর্জন করেছে, তাই বৃহৎ বাজারের প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের অন্যতম বাণিজ্য অংশীদার হতে পারে। দেশ দু’টির বিদ্যমান বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে সম্ভাবনাগুলো খুঁজে দেখা দরকার বলে এফবিসিসিআই সভাপতি উল্লেখ করেন। এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক উন্নয়নে প্রযুক্তি এবং জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist