নিজস্ব প্রতিবেদক

  ২৫ এপ্রিল, ২০১৮

অডিটের নামে হয়রানি বন্ধের দাবি ব্যবসায়ীদের

রফতানিমুখী তৈরি পোশাক খাতের উৎসে কর মওকুফ, বিদ্যুৎ, জ্বালানি ও পানির ওপর আরোপিত মূল্য সংযোজন (মূসক) বা ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ। একই সঙ্গে অডিটের নামে হয়রানি বন্ধ ও সবার জন্য সমান করপোরেট ট্যাক্স প্রণয়নের দাবি করেছে পোশাক শিল্প মালিকদের সংগঠনটি।

গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরেন বিজিএমইএ’র সভাপতি মো. সিদ্দিকুর রহমান। এ সময় এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় নিট পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় আগামী তিন বছরের জন্য গার্মেন্ট পণ্য রফতানিতে উৎসে কর সম্পূর্ণ মওকুফের প্রস্তাব করা হয়। একই সঙ্গে করপোরেট কর ১০ শতাংশ হারে নির্ধারণসহ ১১ দফা দাবি তুলে ধরা হয়। প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে বিজিএমই’র সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, পোশাক খাতে ৩০ বিলিয়ন ডলার রফতানিতে উৎসে কর আসে দুই থেকে আড়াই হাজার কোটি টাকা। অন্যদিকে এই খাতে ১ কোটি লোকের কর্মসংস্থান হচ্ছে। এ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। তাছাড়া পৃথিবীর কোথাও রফতানি জাতীয় পণ্যের ওপর উৎস কর নেই। তাই বিদ্যমান শূন্য দশমিক ৭০ শতাংশের পরিবর্তে শূন্য শতাংশ করা এবং আগামী তিন বছরের জন্য তা কার্যকর রাখা প্রয়োজন বলে জানান তিনি। এছাড়া পোশাকসহ সব খাতে করপোরেট কর ১০ শতাংশ কওে দেওয়ার কথা বলেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist