নিজস্ব প্রতিবেদক

  ২৪ এপ্রিল, ২০১৮

প্লাস্টিক কাঁচামাল আমদানিতে মূসক সুবিধা

১০ শতাংশ ভ্যাটের পরিবর্তে ৫ শতাংশ করা হয়েছে

প্লাস্টিকের পণ্য তৈরিতে দানাদার সিসি ফিলার তৈরির কাঁচামাল কোটেড ক্যালসিয়াম কার্বনেট আমদানিতে মূল্য সংযোজন কর (ভ্যাট/মূসক) অব্যাহতির সুবিধা দেওয়া হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে ১০ শতাংশ ভ্যাটের পরিবর্তে তা কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। তবে কেবল ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানই ওই অব্যাহতির সুবিধা পাবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যা গত ১২ এপ্রিল থেকে কার্যকর ধরা হয়েছে। আদেশে বলা হয়েছে, ১৯৬৯ সালের কাস্টম আইনের ১৯ ধারা অনুসাওে কেবল মূসক নিবন্ধিত প্লাস্টিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক আমদানির ক্ষেত্রে আরোপিত আমদানি শুল্ক যে পরিমাণে মূল্যভিত্তিক ৫ শতাংশের অতিরিক্ত হয় সেই পরিমাণ হতে অব্যাহতি প্রদান করা হলো। অর্থাৎ ওই আদেশে ৫ শতাংশের অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার হলো। প্লাস্টিক শিল্প সংশ্লিষ্টদের সূত্র জানা যায়, প্লাস্টিক ও প্লাস্টিকের বস্তা (ওভেন স্যাক ব্যাগ) তৈরির প্রধান কাঁচামাল হলো সিসি ফিলার। আবার এই সিসি ফিলার তৈরির কাঁচামাল কোটেড ক্যালসিয়াম কার্বনেট। যা আমদানির শুল্ক হার ১০ শতাংশ বা অনেক ক্ষেত্রে তার বেশি। দেশে তৈরি সিসি ফিলারের মান ভালো। দেশীয় প্রতিষ্ঠানগুলোর যে উৎপাদন সক্ষমতা আছে তা দিয়ে দেশীয় চাহিদা মিটিয়ে উপকরণ রফতানি করাও সম্ভব। দেশে এখন পাঁচটি প্রতিষ্ঠান সিসি ফিলার তৈরি করছে। দেশীয় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ক্ষমতা প্রায় ৬ হাজার টন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist