নিজস্ব প্রতিবেদক

  ১৮ এপ্রিল, ২০১৮

এপিজির কো-চেয়ার ডেপুটি গভর্নর রাজী হাসান

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসানকে সরকার এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিংয়ের (এপিজি) কো-চেয়ার হিসেবে মনোনীত করেছে। গতকাল বিএফআইইউ’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বর্তমান সরকারের অঙ্গীকার ও উদ্যোগের স্বীকৃতি স্বরূপ সংস্থাটির সদস্যরা সর্বসম্মতভাবে ২০১৮-২০ মেয়াদে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশকে এপিজি’র কো-চেয়ার হিসেবে দায়িত্ব অর্পণ করে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪১টি দেশের সংগঠন এপিজি মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মান নির্ধারণকারী সংস্থা ফাইন্যান্সিয়াল একশন টাস্কফোর্সের একটি আঞ্চলিক সংস্থা। মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক এই আঞ্চলিক সংগঠনটিতে সদস্য ছাড়াও ৮টি দেশ ও ২৮টি আন্তর্জাতিক সংস্থা পর্যবেক্ষকের ভূমিকা পালন করছে। বাংলাদেশ এপিজি’র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এর সব বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণসহ সংস্থাটির কার্যক্রম পরিচালনা ও বেগবানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ প্রক্রিয়ায় বাংলাদেশ ২০০৩-০৪, ২০০৪-০৫, ২০১০-১১ ও ২০১১-১২ মেয়াদে সংস্থাটির মূলনীতি নির্ধারণী কমিটি, স্ট্রিয়ারিং গ্রুপের সদস্য হিসেবে দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রতিনিধিত্ব করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist