নিজস্ব প্রতিবেদক

  ১২ এপ্রিল, ২০১৮

রফতানিমুখী পণ্যে বন্ডের আওতা বাড়ানো হবে

এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, ‘আমাদের রফতানি আয় বাড়াতে হবে। এজন্য রফতানিমুখী পণ্য আমদানিতে (শুল্কমুক্ত সুবিধা) বন্ড সুবিধার আওতা বাড়ানো হবে। অর্থাৎ নতুন নতুন পণ্য যোগ করা হবে। একই সঙ্গে অপ্রচলিত পণ্য রফতানিতে নগদ সহায়তা দেওয়া হবে।’

গতকাল রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসিসিআইয়ের সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির।

ব্যবসায়ী নেতারা করপোরেট করহার কমানো ও রফতানিতে নগদ সহায়তা বাড়ানোর দাবি জানিয়ে বলেন, লভ্যাংশের করসহ অনেক ক্ষেত্রে একাধিকবার কর প্রদান করতে হয়। এটি বড় সমস্যা। দ্বৈত করের এ বিষয়টি বিবেচনায় নিতে হবে। এ ছাড়া দীর্ঘমেয়াদি রাজস্বনীতি প্রণয়নের দাবি জানান তারা। একই সঙ্গে ১৫০ সিসির ওপরে মোটরসাইকেল আমদানি করাসহ ব্যবসাবান্ধব বাজেট প্রস্তাবের দাবি জানান তারা।

এর জবাবে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, রফতানির উদ্দেশে যদি ১৫০ সিসির ওপরে মোটরসাইকেল আমদানি করতে চায়, তবে এ বিষয়ে এনবিআর বিবেচনা করবে। দেশের প্রায় ১০ শতাংশ প্রতিবন্ধী রয়েছে। তাদের দক্ষতা ও কর্মসংস্থানে কর সুবিধা প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান জানান, অর্থনৈতিক কর্মকান্ডে প্রতিবন্ধীরা পিছিয়ে আছে। যেসব প্রতিষ্ঠানে শারীরিক প্রতিবন্ধীরা কাজ করছে। ওই প্রতিষ্ঠানের আয়কর রেয়াতের বিষয়ে এনবিআর চিন্তাভাবনা করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist