নিজস্ব প্রতিবেদক

  ১৮ মার্চ, ২০১৮

নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব চেয়েছে এনবিআর

ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাব চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আগামী ২১ মার্চের মধ্যে প্রস্তাব বিভিন্ন চেম্বার ও বণিক সমিতিগুলোকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের কাছে পাঠাতে বলা হয়েছে। এর পাশাপাশি এনবিআরে একটি সফট কপিও পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও সুষম বাজেট প্রণয়নের লক্ষ্যে অর্থমন্ত্রী ইতোমধ্যে দেশের অর্থনীতিবিদ ও গবেষকদের সঙ্গে বাজেট আলোচনা শুরু করেছেন। ইতোমধ্যে এনবিআরও বাজটের কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ব্যবসা-সংশ্লিষ্ট চেম্বার ও সমিতিগুলো বাজেট প্রস্তাব ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে এনবিআরের পক্ষ থেকে। একই সঙ্গে ওই প্রস্তাবমালার একটি সফট কপি এনবিআরের ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইল ঠিকানা : [email protected]. . এছাড়া যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দফতর কোনো চেম্বার বা সমিতির সদস্য নয়; তারাও সরাসরি প্রধান বাজেট সমন্বয়কারীর কাছে বাজেট প্রস্তাব পাঠাতে পারবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist