নিজস্ব প্রতিবেদক

  ১৫ মার্চ, ২০১৮

আসবাবপত্র রফতানি বেড়েছে ৩২ শতাংশ

বিদেশের বাজারে ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে তৈরি আসবাবপত্র বা গৃহস্থালি পণ্যসামগ্রী। এক দশক ধরে ক্রমান্বয়ে বাড়ছে এর রফতানি আয়। বিশ্ববাজারে ইতোমধ্যেই শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে বাংলাদেশের আসবাবপত্র। এর ধারাবাহিকতায় চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) আসবাবপত্র রফতানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেড়েছে। উল্লিখিত সময়ে বাংলাদেশ থেকে তিন কোটি ৭৬ লাখ মার্কিন ডলারের আসবাবপত্র রফতানি হয়েছে; যা গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল দুই কোটি ৮৫ লাখ ডলার। বর্তমানে আরব বিশ্ব বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মূলত বাংলাদেশে তৈরি আসবাবপত্র বেশি রফতানি হচ্ছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে আসবাবপত্র রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছয় কোটি ডলার। তার বিপরীতে অর্থবছরের আট মাসে রফতানি আয় হয়েছে তিন কোটি ৭৬ লাখ ডলার। বছর শেষে রফতানি আয়ের এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জানা যায়, দেশের ফার্নিচার শিল্পকে স্থায়ী রফতানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করতে সপ্তম-পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে আসবাবপত্র রফতানিতে দেওয়া হচ্ছে ১৫ শতাংশ নগদ সহায়তা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist