প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ মার্চ, ২০১৮

আইপিএফএফ প্রকল্প ঋণ

১৯ এপ্রিলের মধ্যে আবেদন করার নির্দেশনা

বাংলাদেশ ব্যাংকের আওতায় ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফ্যাসালিটিজ (আইপিএফএফ) প্রকল্প-২-এর ঋণ সুবিধা ব্যবহারে আগ্রহী বেসরকারি খাতের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে আগামী ১৯ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করতে হবে। প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্টসসহ বাংলাদেশ ব্যাংকের আইপিএফএফ প্রকল্প পরিচালক বরাবর আবেদন পাঠাতে হবে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের আইপিএফএফ প্রকল্প-২ সেল এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। উল্লেখ্য, বিনিয়োগ ও রফতানি উন্নয়নের দুটি প্রকল্প বাস্তবায়নে ৪৫ কোটি ৭০ লাখ ডলার ঋণ গ্রহণের জন্য সরকার গতবছরের ৫ নভেম্বর বিশ্বব্যাংকের চুক্তি স্বাক্ষর করে। এর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফ্যাসালিটিজ (আইপিএফএফ) প্রকল্প-২ বাস্তবায়নের জন্য নেওয়া হচ্ছে ৩৫ কোটি ৭০ লাখ ডলার। প্রজ্ঞাপনে আইপিএফএফ প্রকল্পে-২ যে ম্যানুয়াল বা নীতিমালা রয়েছে, তা অনুসরণ করে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist