নিজস্ব প্রতিবেদক

  ১৪ মার্চ, ২০১৮

সামিটকে বিএসইসির বিশেষ সুবিধা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারের সাত কোটি দুই লাখ ৩৭ হাজার ৪৯৯টি শেয়ার ক্রয়ের ক্ষেত্রে সামিট করপোরেশনকে বিশেষ সুবিধা দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৩৪তম কমিশন সভায় এ সুবিধা দেওয়া হয়। বিএসইসি জানিয়েছে, সামিট হেল্ডিংস লিমিটেডের কাছে সামিট পাওয়ারের সাত কোটি দুই লাখ ৩৭ হাজার ৪৯৯টি সাধারণ শেয়ার রয়েছে। প্রতিটি ৩৭ টাকা দরে এই শেয়ার স্টক এক্সচেঞ্জের ব্লক লেনদেনের মাধ্যমে কিনে নেবে সামিট করপোরেশন। এজন্য সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন বিধিমালা-২০০২-এর বিধি ৮ ও বিধি ১৩-এর বিধান পরিপালনের যে বাধ্যবাধকতা রয়েছে তা করতে হবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist