নিজস্ব প্রতিবেদক

  ১৪ মার্চ, ২০১৮

ফের শেয়ারবাজারে বড় দরপতন

দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল মঙ্গলবার সব কয়টি মূল্যসূচকের বড় দরপতন হয়েছে। এর মাধ্যমে পর পর তিন কার্যদিবস বড় ধরনের দরপতনের ঘটনা ঘটল। আর শেষ সাত কার্যদিবসের মধ্যে পাঁচ কার্যদিবসই বড় দরপতন হলো। বড় দরপতনের পাশাপাশি শেয়ারবাজারে দেখা দিয়েছে লেনদেন খরা। গত কয়েক কার্যদিবসের ধারাবাহিকতায় গতকালও ডিএসইতে লেনদেন ৩০০ কোটি টাকার ঘরে পৌঁছাতে পারেনি। মূল্যসূচকের পতন ও লেনদেন খরার পাশাপাশি গতকাল উভয় বাজারে লেনদেন হওয়া সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া মাত্র ১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৯১টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ২৭টির। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮১ পয়েন্ট কমে ৫ হাজার ৬২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুইটি মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট কমে ২ হাজার ৮৫ পয়েন্টে অবস্থা করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৩ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ২৮২ কোটি ৩১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২৯৮ কোটি ২৪ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৫ কোটি ৯৩ লাখ টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist