নিজস্ব প্রতিবেদক

  ১২ মার্চ, ২০১৮

রড-সিমেন্টের দাম বৃদ্ধিতে আবাসন ব্যবসায়ীদের উদ্বেগ

হঠাৎ করে দাম বাড়ার লক্ষণ ভালো নয়। দীর্ঘ মন্দা কাটিয়ে আবাসন ব্যবসা ঘুরে দাঁড়ানোর পথে

হঠাৎ করে রড-সিমেন্টের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, এমন অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেছেন আবাসন ব্যবসায়ীরা। তারা বলছেন, হঠাৎ করে এমন দাম বাড়ার লক্ষণ ভালো নয়। দীর্ঘ মন্দা কাটিয়ে আবাসন ব্যবসা ঘুরে দাঁড়ানোর পথে। এ অবস্থায় রড ও সিমেন্টের দাম বৃদ্ধি আবাসন ব্যবসার জন্য ক্ষতিকর। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান শেলটেকের ৩০ বছর পূর্তি উপলক্ষে গতকাল রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। রাজধানীর পান্থপথে অবস্থিত শেলটেক করপোরেট অফিস লাউঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক ড. তৌফিক এম সেরাজ, চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ, পরিচালক তানভীর আহমেদ, ড. সামিয়া সেরাজ প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ মার্চ শেলটেক ৩০ বছর পূর্তি করবে। এ উপলক্ষে তিন সপ্তাহব্যাপী আবাসন মেলার আয়োজন করা হচ্ছে। আগামী ১৩ মার্চ থেকে শুরু হয়ে এ মেলা চলবে ৩১ মার্চ পর্যন্ত। পান্থপথে অবস্থিত শেলটেকের করপোরেট অফিস লাউঞ্জে অনুষ্ঠিত মেলা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলাকালীন অ্যাপার্টমেন্ট বুকিং দিলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ছাড় পাওয়া যাবে। চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ বলেন, শেলটেক শুধু আবাসন ব্যবসা নয়, নতুন নতুন বিভিন্ন ব্যবসায় হাত দিচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist