নিজস্ব প্রতিবেদক

  ১২ মার্চ, ২০১৮

ব্যবসা ও নারী উন্নয়নে ৪ নারী উদ্যোক্তাকে সম্মাননা

‘সময় এখন নারীর-উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবনধারা’ প্রতিপাদ্যে উইমেন এন্ট্রিপ্রিনিউয়ার্স অ্যাসোসিয়েশন (উইএ) বাংলাদেশের আয়োজনে বিশ্ব নারী দিবস এবং ব্যবসা ক্ষেত্রে ও নারী উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। গত শনিবার রাজধানীর সিক্স সিজনস্ হোটেলে উদ্যোক্তা হিসেবে এবং নারী উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য উইএ এবার চারজন নারীকে সম্মানা প্রদান করে। তারা হলেন কৃষি কাজ ও ব্যবসায় বেগম ফাতেমা যোহরা, সফল উদ্যোক্তা হিসেবে মিজ মিলন চিশিম, নারী উন্নয়নে বেগম রোকেয়া এবং আইটি ব্যবসায়ী শারমীন আখতার। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক বেগম শীপা হাফিযা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইএ-এর প্রতিষ্ঠাতা সভাপতি বেগম রোকেয়া আফজাল রহমান, অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএন উইমেনের প্রোগ্রাম এনালিস্ট তপতী সাহা ও মহিলাবিষয়ক অধিদফতরের প্রোগ্রাম অফিসার বেগম রুবীনা গণি। সভাপতিত্ব করেন উইএ-এর প্রেসিডেন্ট নিলুফার এ করিম। স্বাগত বক্তব্য দেন উই-এর জেনারেল সেক্রেটারি বেগম শারমীন জাহান। অতিথি বক্তা তপতী সাহা বিশ্ব নারী দিবসের তাৎপর্য এবং বাংলাদেশে ইউএন উইমেনের কার্যক্রম তুলে ধরেন। বেগম রুবীনা গনি মহিলাবিষয় অধিদফতরে আইটি-বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম উপস্থাপন করেন। সবশেষে সঙ্গীত পরিবেশন করেন বেতার ও টেলিভিশনের সঙ্গীতশিল্পী নাহিদ মোমেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেগম রুখসানা আনোয়ার, বেগম মাহজাবীন হামিম, বেগম সানজিদা ভুইয়া হক এবং আফরোজা নাজনীন সুমী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist