নিজস্ব প্রতিবেদক

  ১১ মার্চ, ২০১৮

এনআরবিদের সম্পৃক্ততা বাড়াতে টাস্কফোর্স গঠন

জাতীয় উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অনাবাসী বাংলাদেশীদের (এনআরবি) সম্পৃক্ততা বাড়াশে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো প্রণয়ন এবং পরবর্তী করণীয় নির্ধারণের জন্য উচ্চক্ষমতা সম্পন্ন এগার সদস্য বিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব (জাতিসংঘ) টাস্কফোর্সের আহ্বায়ক এবং একই বিভাগের একজন উপসচিব টাস্কাফোর্সের সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। টাস্কফোর্সের অন্য সদস্যরা হচ্ছেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে. আব্দুল মোমেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থবিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি রয়েছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচি, জাতিসংঘ উন্নয়ন সংস্থা বাংলাদেশ ও এফবিসিসিআইয়ের একজন করে প্রতিনিধি টাস্কফোর্সে থাকবেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব টাস্কফোর্সের উপদেষ্টা হিসেবে থাকবেন। সূত্র জানায়, উপকারভোগী সংস্থা হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বিইজেডএ), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (বেপজা) প্রভৃতি সংস্থার প্রতিনিধিরা অনাবাসী বাংলাদেশীদের সম্পৃক্ত করার ক্ষেত্রে টাস্কফোর্সের সহযোগী সদস্য হিসেবে সম্পৃক্ত থাকবে। টাস্কফোর্সের কার্যপরিধি হচ্ছে, টাস্কফোর্স বাংলাদেশীদের সম্পৃক্ততা সংক্রান্ত নীতি নির্ধারণ ও প্রাতিষ্ঠানিক কাঠামো প্রণয়নের বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে। টাস্কফোর্স জাতীয় উন্নয়নে অনাবাসী বাংলাদেশীদের সম্পৃক্তকরণের বিষয়ে কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist