নিজস্ব প্রতিবেদক

  ১১ মার্চ, ২০১৮

চাকরি স্থায়ীকরণের দাবি গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের

গ্রামীণ ব্যাংকের দেশের বিভিন্ন শাখা অফিসে দৈনিক মজুরিভিত্তিতে পিয়ন কাম গার্ড হিসেবে কর্মরত প্রায় তিন হাজারের অধিক কর্মী চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণির কর্মচারী পরিষদের অবস্থান কর্মসূচিতে বক্তারা এ দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গ্রামীণ ব্যাংকে চাকরি করলেও আজ পর্যন্ত আমাদের চাকরি স্থায়ী করা হয়নি। কর্তৃপক্ষ আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। ৯ মাস চাকরির পর স্থায়ীকরণের কথা বিধিমালায় বলা হলেও সেই বিধান মানা হচ্ছে না। উপরন্তু আমরা গ্রামীণ ব্যাংক কর্মকর্তাদের দ্বারা ক্রমাগত হয়রানি, কারণ ছাড়াই কাজে যোগদানে বাধা প্রদান, বিনা বিশ্রামে দিন-রাত কাজ করাসহ নানা ধরনের অমানবিক আচরণের শিকার হচ্ছি। মানববন্ধনে গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণির কর্মচারী পরিষদের আহ্বায়ক আজিজুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান রিপন প্রমুখ বক্তব্য রাখেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist