নিজস্ব প্রতিবেদক

  ০৮ মার্চ, ২০১৮

ওয়াসার ৯০৬ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন

ঢাকা ওয়াসার পানি সরবরাহ উন্নয়নে প্রায় ৯০৬ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিতে অনুষ্ঠিত কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ঢাকা ওয়াসা বাস্তবায়নাধীন ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় ডিজাইন, ম্যনেজমেন্ট অ্যান্ড সুপারভিশন সংক্রান্ত কাজের জন্য পরামর্শক নিয়োগ প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। ৬৭ কোটি ৭৬ লাখ ৩ হাজার টাকায় এই কাজ পেয়েছে এসটিসি সিউরেকা সোরেপ জয়েন্ট ভেঞ্চার। এছাড়া ঢাকা ওয়াসার বাস্তবায়নধীন ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় মডস জোন-৩, ৪ ও ১০ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা নাভানা এবং প্রতিভা জয়েন্ট ভেঞ্চার প্রকল্পটি বাসস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৪৪৮ কোটি ৯০ লাখ টাকা। এছাড়া ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় মডস জোন-৯ এর কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। ৩৮৯ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ব্যুরো। ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের ব্যয় বেড়েছে জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, মূল চুক্তি মূল্যের সঙ্গে ১৪ কোটি ১২ লাখ টাকা যুক্ত করা হয়েছে। ভেরিয়েশনের মূল্য বৃদ্ধির পরিমাণ ১৩ শতাংশ। মূল চুক্তি ছিল ১০৮ কোটি ২৬ লাখ টাকা। ভেরিয়েশনসহ মোট চুক্তি মূল্য হবে ১২২ কোটি ৩৯ লাখ টাকায় দাঁড়িয়েছে। তিনি বলেন, ২৫ হাজার মেট্রিকটন ইউরিয়া সার আমদানির একটি ক্রয় প্রস্তাবও অনুমোদন পেয়েছে বৈঠকে। মেসার্স হাইড্রো কার্বন প্রতি মেট্রিকটন ৩৪৯ দশমিক ২০ মার্কিন ডলার ব্যয়ে এই সার আমদানি করবে। এতে মোট ব্যয় হবে ৭২ কোটি ৭৬ লাখ টাকা। এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ৫০৫ একর মাটি ভরাট কাজ সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist