নিজস্ব প্রতিবেদক

  ০৭ মার্চ, ২০১৮

স্কুল শিক্ষার্থীদের সঞ্চয় এক হাজার ৩৬২ কোটি টাকা

শিক্ষার্থীরা ব্যাংক হিসাব খুলেছে ১৪ লাখ ৫৩ হাজার ৯৩৬টি

খুদে শিক্ষার্থীদের সঞ্চয়ের পরিমাণ ব্যাংকে বেড়েই চলেছে। স্কুল ব্যাংকিংয়ের আওতায় শিক্ষার্থীরা ব্যাংক হিসাব খুলেছে ১৪ লাখ ৫৩ হাজর ৯৩৬টি। এসব হিসাবে সঞ্চয় হয়েছে এক হাজার ৩৬২ কোটি ৯৬ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংক স্কুল শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করেছে। এর আওতায় মাত্র ১০০ টাকা জমা করে নিজের নামে হিসাব খুলতে পারছেন খুদে শিক্ষার্থীরা। এর ফলে যেমন উপকৃত হচ্ছে শিক্ষার্থীরা, তেমনি বাণিজ্যিক ব্যাংকেরও আমানতের পাল্লা ভারী হচ্ছে। এ ছাড়া ব্যাংকের মাধ্যমে তাদের সঞ্চিত টাকা বিনিয়োগ হয়ে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের ডিসেম্বও শেষে দেশের ৫৭টি বাণিজ্যিক ব্যাংকে স্কুল ব্যাংকিংয়ের আওতায় ১৪ লাখ ৫৩ হাজর ৯৩৬টি হিসাব খোলেছে শিক্ষার্থীরা। এসব হিসাবের বিপরীতে সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৩৬২ কোটি ৯৬ লাখ টাকা। তার মধ্যে শহরের স্কুলের শিক্ষার্থীদেও খোলা ৮ লাখ ৮৯ হাজার ২৯টি অ্যাকাউন্টে জমা ৯৪৪ কোটি ২০ লাখ টাকা। অন্যদিকে গ্রামের শিক্ষার্থীদের পাঁচ লাখ ৬৪ হাজার ৯০৭টি অ্যাকাউন্টে জমা হয়েছে ৪১৮ কোটি ৭৬ লাখ টাকা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ডিসেম্বও শেষে বেসরকারি খাতের ব্যাংকগুলোর হিসাব সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ ৮৮ হাজার ৯৫৬টি। আর এসব হিসাবে মোট স্থিতি এক হাজার ১০৭ কোটি ৩১ লাখ টাকা। রাষ্ট্রমালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোতে চার লাখ ২৪ হাজার ৩৩০টি হিসাব খোলা হয়েছে। এসব হিসাবের বিপরীতে সঞ্চয় হয়েছে ১৬৪ কোটি ৬৩ লাখ টাকা। আলোচিত সময়ে সবচেয়ে বেশি হিসাব খোলা হয়েছে ইসলামী ব্যাংকে। ব্যাংকটিতে দুই লাখ ৩৭ হাজার ৩৯৮টি হিসাব খোলা হয়েছে। এটি মোট হিসাবের ১৬ দশমিক ৩৩ শতাংশ। এরপরে অগ্রণী ব্যাংকের এক লাখ ৮৬ হাজার ৫৩৬টি হিসাব রয়েছে। পর্যায়ক্রমে ডাচ-বাংলা এক লাখ ৭১ হাজার ৩৬২টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এক লাখ এক হাজার ৩০১টি এবং উত্তরা ব্যাংকে ৮৪ হাজার ১০৮টি হিসাব রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist