নিজস্ব প্রতিবেদক

  ০১ মার্চ, ২০১৮

ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে কমেছে

নিয়ন্ত্রক সংস্থাগুলোর সক্রিয়তায় অব্যাহত লেনদেন মন্দা থেকে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার। গতকাল বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক কমেছে। এ সময় উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন বেড়েছে। দিনশেষে ডিএসইর সার্বিক মূল্য সূচক বেড়েছে ৬ দশমিক ৫১ পয়েন্ট। অন্যদিকে, সিএসইর সার্বিক মূল্য সূচক কমেছে ১০ দশমিক শূন্য ৪ পয়েন্ট। ডিএসই ও সিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১৩১টির, দর কমেছে ১৫০টির ও দর অপরিবর্তিত ছিল ৫৪টি প্রতিষ্ঠানের। এ সময় ডিএসইতে নয় কোটি ৩৯ লাখ ২২ হাজার ৪০২টি শেয়ার লেনদেন হয়েছে।

দিনশেষে ডিএসইতে ৩৮৯ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এর আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ৩২১ কোটি ৯১ লাখ টাকা।

এ সময় ডিএসইর সার্বিক মূল্য সূচক আগের কার্যদিবসের তুলনায় ৬.৫১ পয়েন্ট বেড়ে ৫৮০৪ দশমিক ৯৪ পয়েন্টে স্থিতি পেয়েছে। এ সময় শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর মূল্য সূচক ৪ দশমিক ৮৭ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক ৫ দশমিক ১৯ পয়েন্ট বেড়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist