নিজস্ব প্রতিবেদক

  ০১ মার্চ, ২০১৮

দেশে অসমতা ক্রমেই বাড়ছে

দেশে অসমতা ক্রমেই বাড়ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে সুযোগের ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে, তা দূর করতে হবে। মানুষকে কেন্দ্র করেই প্রবৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। ভাবতে হবে ক্ষুদ্র জনগোষ্ঠীকে নিয়ে।

গতকাল বুধবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘গণমানুষের কণ্ঠস্বর : বাংলাদেশে ২০৩০ টেকসই উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ। বক্তব্য দেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কেএম আবদুস সালাম। পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম সেমিনারে স্বাগত বক্তব্য দেন।

প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরি ও ঢাকা স্কুল অব ইকনোমিক্সের শিক্ষক ড. তৌহীদ রেজা নুর।

সেমিনারে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক স্বাগত বক্তব্যে বলেন, ‘পিকেএসএফ সব কর্মসূচি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখেই বিন্যাস করেছে।’ ড. মোস্তফা কে মুজেরি বলেন, ‘এসডিজির ১০ নম্বর অভীষ্ঠ সর্বক্ষেত্রে বৈষম্যতা ও অসমতা দূর করা। আমাদের সুযোগের অসমতা দূর করার বিষয়ে গুরুত্ব দিতে হবে। দেশে বৈষম্য বাড়ছে। এই বৈষম্যটা বহুমাত্রিক। তবে শহরের চেয়ে গ্রামে এটি বেশি।’

ড. তৌহীদ রেজা নূর টেকসই উন্নয়ন অভীষ্ট ৮-এর ওপর প্রবন্ধ উপস্থাপন করেন। এ দুটি প্রবন্ধের ওপর আলোচনা করেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কেএম আব্দুস সালাম। তিনি বলেন, ‘অসমতা দূর করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ এসডিজির লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে এনজিওগুলো তাদের কাজের বিন্যাস ঘটাবে বলে তিনি আশা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘আমরা সব সময় বলি প্রবৃদ্ধি বাড়াতে হবে। কিন্তু সেটা কীভাবে বাড়াবো তা ঠিক করতে হবে। মানুষকে কেন্দ্র করেই প্রবৃদ্ধির প্রক্রিয়া সাজাতে হবে।

ধনীদের নিয়ে ভাবনার দরকার নেই। ভাবতে হবে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে। বাস্তবভিত্তিক ও মানুষকেন্দ্রিক কর্মসূচি নিতে হবে এবং একই সঙ্গে আমিত্ব থেকে বের হয়ে বহুত্বের দিকে যেতে হবে উন্নয়নের ধারাকে টেকসই করতে।’ তিনি আরও বলেন, ‘কেবল অর্থনৈতিক উন্নয়নই নয়, সামাজিক ও নৈতিকতা উন্নয়ন, টেকসই উন্নয়ন অর্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist