নিজস্ব প্রতিবেদক

  ২৭ ফেব্রুয়ারি, ২০১৮

গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা করার আহ্বান

বর্তমানে বাজার দর বিবেচনায় নিয়ে এবং দেশের অর্থনীতির বিকাশের জন্য গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা করার আহ্বান জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।

গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট আয়োজিত ‘গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি কত হওয়া উচিত’ শীর্ষক এক মতবিনিময় সভায় এই আহ্বান জানায় সংগঠনটি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশিদ, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশে গার্মেন্ট ব্যবসা বেড়েছে, মালিকের মুনাফা বেড়েছে, রফতানি বেড়েছে। কিন্তু শ্রমিকদের মজুরি সে অনুপাতে বাড়েনি। এ জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাপনের ব্যয় বৃদ্ধির সঙ্গে যুদ্ধ করে কোনো রকমে দিন পার করছেন তারা।

বক্তারা বলেন, মানসম্মত মজুরি যেমন শ্রমিকদের জীবনমান উন্নত করবে; তেমনই দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে। দেশকে উন্নত দেশের কাতারে দাঁড় করাতে হলে শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি ছাড়া তাদের আয় ও ক্রয়ক্ষমতা বাড়বে না বলে জানান তারা

গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল বলেন, ১২ হাজার ডলারের পোশাক রফতানির মাধ্যমে গার্মেন্ট শিল্পের যাত্রা শুরু হয়েছিল। আজ দেশের প্রধান রফতানি আয়ের খাতে পরিণত হয়েছে। বিজিএমইএর তথ্য মতে, দেশে ৪০ লাখ গার্মেন্ট শ্রমিক কর্মরত আছেন। দেশের রফতানি আয়ের ৮২ শতাংশ গার্মেন্ট শিল্প থেকে আসে। দেশে অর্থনৈতিক উন্নতি সত্ত্বেও শ্রমিকদের জীবনমান উন্নত হয়নি। শ্রমিকরা মানসম্পন্ন জীবনযাপন করার মতো মজুরি পাচ্ছে না বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist