নিজস্ব প্রতিবেদক

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৮

অনাবাসী বাংলাদেশিদের সিআইপি নির্বাচন নীতিমালা হচ্ছে

আগামীকাল এনবিআরে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে

অনাবাসী বাংলাদেশিদের মধ্যে থেকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচন ও তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে শিগগিরই নীতিমালা চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নীতিমালা চূড়ান্ত করতে আগামীকাল ২০ ফেব্রুয়ারি এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আবদুল জব্বারের স্বাক্ষর করা চিঠির সূত্রে এই সভার বিষয়ে জানা গেছে।

চিঠির বিষয়ে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অনাবাসী বাংলাদেশিদের উপার্জিত অর্থ বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার জন?্য ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট এবং ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে বিধি মোতাবেক বিনিয়োগকারীদের সিআইপি হিসেবে নির্বাচনের বিধান রয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে সিআইপি নির্বাচন ও তাদের সুযোগ-সুবিধার বিষয়ে খসড়া নীতিমালা রয়েছে। ওই নীতিমালা চূড়ান্ত করতে ২০ ফেব্রুয়ারি এনবিআরের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

এনবিআর সূত্রে আরো জানা যায়, পৃথক পৃথক চিঠিতে ব?্যাংলাদেশ ব্যাংকের গভর্নর বা তার একজন উপযুক্ত প্রতিনিধি, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব বা একজন উপযুক্ত প্রতিনিধি, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, জাতীয় সঞ্চয় অধিদফতরের মহাপরিচালক এবং এনবিআর সদস্যকে (করনীতি) সভায় উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

সাধারণত কোনো অনাবাসী বাংলাদেশি যদি দেশে তিন লাখ মার্কিন ডলার বা তার বেশি বিনিয়োগ করেন বা বৈধ পথে দুই লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠান কিংবা তিন লাখ মার্কিন ডলারের বেশি মূল্যের বাংলাদেশি পণ্য আমদানি করেন, তাহলে তিনি সিআইপি মর্যাদাপ্রাপ্তির জন্য আবেদন করার সুযোগ পেয়ে থাকেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist