বাণিজ্য ডেস্ক

  ৩০ জানুয়ারি, ২০১৮

রংপুর চেম্বারের সভায় বক্তারা

অর্থনৈতিক উন্নয়নের প্রতিটি স্তরে যুবকদের সম্পৃক্ত করতে হবে

বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা অর্জনের লক্ষ্যে যুবকদের উৎপাদনমুখী, কর্মপ্রত্যাশী, সুসংগঠিত ও দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। যুবসমাজের আত্মপ্রত্যয় ও গতিময়তাকে উপযুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে নিয়ন্ত্রণ ও কাজে লাগাতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে গতিময়। এ কারণে যুবসমাজকে জাতীয় উন্নয়নের প্রতিটি স্তরে সম্পৃক্ত করতে হবে। গতকাল সোমবার রংপুর চেম্বারের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ পরিচালিত এমপাওয়ার ইয়ুথ ফর ওয়ার্ক প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে দক্ষতামূলক প্রশিক্ষণ গ্রহণকারী যুবকদের সঙ্গে চেম্বার নেতাদের মতবিনিময়কালে বক্তারা এসব কথা বলেন।

রংপুর চেম্বারের বোর্ডরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করেন এমপাওয়ার ইয়ুথ ফর ওয়ার্ক প্রজেক্টের কো-অর্ডিনেটর দীপক চন্দ্রনাথ। রংপুর চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মোজতোবা হোসেন রিপন, পরিচালক হাবিবুর রহমান রাজা ও রিয়াজ শহিদ শোভন, বিসিক রংপুর কার্যালয়ের প্রমোশন অফিসার এহসানুল হক, প্রাণ গ্রুপের প্রতিনিধি ইউনুছ আলী ও রংপুর ক্রাফটের স্বত্বাধিকারী স্বপ্না রানী সেন অনুষ্ঠানে বক্তব্য দেন। সভাপতির বক্তব্যে মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, দক্ষ যুবসমাজই একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি। যুবারা এগিয়ে এলে দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। তাদের কর্মস্পৃহা ও উদ্দীপনাই পারে দেশের উন্নয়নকে গতিশীল করতে। তাই দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি জানান, যারা কাজ জানেন ও যারা কাজ শিখেছেন, তাদের উদ্যোক্তা হিসেবে তৈরির পাশাপাশি কর্মসংস্থান ও ঋণের ব্যাপারে সহযোগিতা করতে রংপুর চেম্বার সব সময় তৎপর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist