বাণিজ্য ডেস্ক

  ৩০ জানুয়ারি, ২০১৮

রিজার্ভের ৬০ লাখ ডলার আনতে ম্যানিলা যাচ্ছে প্রতিনিধিদল

হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভ থেকে চুরি যাওয়া বাংলাদেশ ব্যাংকের বিপুল পরিমাণ অর্থের মধ্যে ৬ মিলিয়ন ডলার (৬০ লাখ ডলার) ফেরত আনতে ফিলিপাইন যাচ্ছে একটি প্রতিনিধিদল। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলটি গতকাল সোমবার রাতেই ম্যানিলার উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

গতকাল দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধ্বের মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর ফজলে কবির এ তথ্য জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া ১০ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ১৪ দশমিক ৫৪ মিলিয়ন ডলার অর্থ আনা হয়েছে। এ ছাড়া ১ দশমিক ২০ মিলিয়ন ডলার আনা হবে শিগগির। ‘আর ফিলিপাইন থেকে ৬ মিলিয়ন মার্কিন ডলার ফেরত আনতে রাতেই একটি প্রতিনিধিদল ম্যানিলা যাচ্ছে।’ গত বছরের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ডলারের বেশি চুরি হয়ে যায়। এর মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার আটকানো হলেও ফিলিপাইনে যাওয়া অর্থের অধিকাংশই যায় ক্যাসিনোতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist