নিজস্ব প্রতিবেদক

  ২২ জানুয়ারি, ২০১৮

ওয়ার্ল্ড এক্সপো আয়োজনে সমর্থন চায় রাশিয়া

আগামী ২০২৫ সালে বৈশ্বিক পর্যায়ের প্রদর্শনী ‘ওয়ার্ল্ড এক্সপো’র আয়োজক হতে এবার বাংলাদেশের সমর্থন চেয়েছে রাশিয়াও। এর আগে এই সমর্থন কামনা করে ফ্রান্স।

গতকাল রোববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক করে ওয়ার্ল্ড এক্সপো আয়োজনে কামনা চান রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের উপমন্ত্রী লেভিন সার্জেই ইভোভিচ। পরে তিনিই সাংবাদিকদের এ কথা জানান। তার নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক করে। এর আগে, ওয়ার্ল্ড এক্সপো আয়োজনে বাংলাদেশের সমর্থন পেতে চলতি মাসের শুরুতে ঢাকা সফর করেন ফ্রান্স সরকারের বিশেষ দূত প্যাসকেল ল্যামি।

ইন্টারন্যাশনাল এক্সিবিশন ব্যুরোর ১৭০টি সদস্য রাষ্ট্র ভোটের মাধ্যমে বৈশ্বিক পর্যায়ের প্রদর্শনী ‘ওয়ার্ল্ড এক্সপো’র আয়োজক নির্ধারণ করে থাকে। বাংলাদেশও ওই ব্যুরোর সদস্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist