নিজস্ব প্রতিবেদক

  ২২ জানুয়ারি, ২০১৮

ব্যবসায়ীদের জন্য এলো ‘হোয়াটসঅ্যাপ বিজনেস’!

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন অ্যাপস নিয়ে এলো হোয়াটসঅ্যাপ। ‘হোয়াটসঅ্যাপ বিজনেস’ নামে এই নতুন অ্যাপসটিতে যুক্ত হয়েছে ব্যবসায়ের প্রয়োজনীয় ফিচার। সম্প্রতি হোয়াটসঅ্যাপের নতুন এই অ্যাপস উন্মোচিত হয়েছে। হোয়াটসঅ্যাপ ব্লগ সূত্রে তথ্যটি জানা গেছে। ব্লগপোস্টটিতে মর্নিং কনসাল্ট স্টাডির বরাত দিয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানায়, বিশ্বজুড়ে ভারত থেকে শুরু করে ব্রাজিল পর্যন্ত বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮০ শতাংশ ব্যবসায়ী গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। প্রতিষ্ঠানটি আরো জানায়, বর্তমানে ইন্দোনেশিয়া, ইতালি, মেক্সিকো, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিনামূল্যে ‘হোয়াটসঅ্যাপ বিজনেস’ অ্যাপসটি ডাউনলোড করা যাচ্ছে। সামনের সপ্তাহগুলোতে অন্যান্য দেশেও অ্যাপসটি উন্মুক্ত করা হবে। হোয়াটঅ্যাপ বিজনেস দ্রুত ও সহজ উপায়ে গ্রাহককে ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে সহায়তা করবে।

তবে প্রাথমিক অবস্থায় শুধুমাত্র অ্যান্ড্রয়েড চালিত মোবাইল থেকে অ্যাপসটি নামানো যাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist