নিজস্ব প্রতিবেদক

  ১৮ জানুয়ারি, ২০১৮

মেলায় দর্শনার্থীর ভিড় : বিক্রি কম

সাপ্তাহিক ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোতেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। কিন্তু দুপুরের পর থেকে মেলায় দর্শনার্থীদের ভিড় বাড়লেও বেচা-বিক্রি নেই স্টলগুলোতে। গতকাল মেলার বিভিন্ন স্টল ঘুরে এমন তথ্যই পাওয়া গেলো।

এদিকে দুপুর ১টার পর থেকে দলে দলে দর্শনার্থীরা প্রবেশ করছে মেলা প্রাঙ্গণে। স্টলেও দেখা গেছে উপচেপড়া ভিড়। স্টলগুলোতে দর্শনার্থীরা ঘুরে ঘুরে জিনিসপত্র দেখছেন কিন্তু কিনছেন খুব অল্প সংখ্যাক ক্রেতা।

মেলার ১৭তম দিন অতিবাহিত হওয়ার পরও বেচা-বিক্রি শুক্রবার-শনিবারে সীমাবদ্ধ থাকায় হতাশা ব্যবসায়ীরা। তাদের মতে এভাবে শেষ পর্যন্ত চলতে থাকলে এবছর বড় ধরনের লোকসান হবে তাদের। মেলায় একজন নতুন বিক্রেতা বলেন, মেলায় সাড়ে তিন লাখ টাকা খরচ করে স্টল নিয়েছি লাভের আশায়। এখন দেখছি শো-রুমের চেয়ে খারাপ অবস্থা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist