নিজস্ব প্রতিবেদক

  ১৭ জানুয়ারি, ২০১৮

বৈশ্বিক খাদ্যমূল্য বেড়েছে ৮.২ ভাগ

২০১৪ সাল থেকে বৈশ্বিক খাদ্যমূল্যের সর্বোচ্চ অবস্থানে স্থান করে নিয়েছে ২০১৭ সাল। আন্তর্জাতিক বাজারে ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে খাদ্যপণ্যের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত বছর গড় মূল্যসূচক ছিল ১৭৪ দশমিক ৬ পয়েন্ট, যা ২০১৬ সালের তুলনায় ৮ দশমিক ২ শতাংশ বেশি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ফুড প্রাইস ইনডেক্স (এফএফপিআই) শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে। এফএও জানায়, গত বছর (২০১৭) মূলত চাল, গম, চিনিসহ নানা খাদ্যপণ্য ও দুগ্ধপণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপ ও লাতিন আমেরিকার খাদ্যশস্য উৎপাদনকারী অঞ্চলগুলোয় বিদ্যমান বৈরী আবহাওয়ার প্রভাব পড়ে বাজারে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০১৭ সালে বছরজুড়ে মূল্যবৃদ্ধি পেলেও বছরের শেষে ডিসেম্বরে বৈশ্বিক খাদ্যমূল্য নভেম্বরের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ কমেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist