নিজস্ব প্রতিবেদক

  ১৭ জানুয়ারি, ২০১৮

বিশ্বমানের নাট-বোল্ট দেশে তৈরি হচ্ছে

দেশেই বিশ্বমানের নাট, বোল্ট ও স্ক্রু তৈরি করছে দেশীয় কোম্পানি ওয়ালটন। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানির প্রস্তুতিও নিচ্ছে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিভিন্ন শিল্পকারখানায় আসবাবপত্র থেকে শুরু করে ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল, অটোমোবাইলসহ অসংখ্য পণ্য উৎপাদনের কাঁচামাল হিবেবে ব্যবহৃত হয় নাট, বোল্ট ও স্ক্রু। আকারে ছোট হলেও এসব প্রকৌশল পণ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট পণ্যের দীর্ঘস্থায়িত্বের জন্য এগুলো যথেষ্ট মানসম্পন্ন হতে হয়।

বাংলাদেশে এ খাতের বিশাল বাজার রয়েছে। যার বেশির ভাগ আমদানিনির্ভর। ওয়ালটন এখন দেশেই তৈরি করছে আমদানি বিকল্প বিশ্বমান সম্পন্ন নাট, বোল্ট ও স্ক্রু।

২০১৭ সালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের হাই টেক ইন্ডাস্ট্রিজে স্থাপন করা হয়েছে নাট-বোল্ট ও স্ক্রুর উৎপাদন কারখানা। যার বার্ষিক উৎপাদন ক্ষমতা এক হাজার ৮০০ টন। নিজস্ব চাহিদা ৩৬০ থেকে ৪০০ টন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist