নীলফামারী প্রতিনিধি

  ১৬ জানুয়ারি, ২০১৮

নীলফামারীর খামারে উৎপাদন হবে বোরোর ৩২ টন ভিত্তি বীজ

দেশের উন্নতমানের বীজের চাহিদা মেটাতে চলতি মৌসুমে ৩২ টন বোরো ধানের ভিত্তি বীজ উৎপাদন করবে নীলফামারী বীজ উৎপাদন খামার। এজন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে মাঠে নেমেছে খামার কর্তৃপক্ষ।

খামারের উপসহকারী পরিচালক মফিজুর রহমান জানান, উন্নত জাতের ধানের বীজের চাহিদা মেটাতে চলতি মৌসুমে ৩২ একর জমিতে বোরো ধানের আবাদ হবে। ওই আবাদের একমাত্র লক্ষ্য ভিত্তি বীজ সংগ্রহ করা। প্রতি একরে বীজ উৎপাদনের সর্বনি¤œ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক টন করে। সে হিসেবে ওই ৩২ একর থেকে অন্তত ৩২ টন বীজ সংগ্রহ করা যাবে।

তিনি জানান, ওই ৩২ টনের মধ্যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ব্রিধান-২৯ পাঁচ টন, ব্রিধান-২ চব্বিশ টন, ব্রিধান-৬৯ ছয় টন, বিনা ধান ১৪ ছয় টন, কুদরত এক টন। তিনি বলেন, ‘বীজতলা প্রস্তুত রয়েছে, ইতোমধ্যে জমিতে চারা রোপণের কাজ চলছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist